ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁওয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
সোনারগাঁওয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নিখোঁজের তিনদিন পর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শামীমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ নভেম্বর) দুপুরে সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের বরাব এলাকা থেকে শামীমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

শামীম ওই এলাকার মোজাম্মেল হকের ছেলে।

শামীমের ভাই শাহিন মিয়া দাবি করেন, তিনদিন আগে তার ভাই শামীম মিয়া নিখোঁজ হয়। তার ভাই সুখের টেক এলাকার শাহিনা বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে বিয়ে করেছেন এমন কথা বলে শনিবার তাদের বাড়িতে শাহিনার শাশুড়ি ও ওই এলাকার লোকজন মিলে শামীম ও শাহিনাকে খোঁজ করে যায়। তার ভাই শামীম বাড়িতে না থাকায় ওই লোকজন চলে যায়। পরে ওইদিন বিকেলে দ্বিতীয় দফায় বাড়িতে এসে হুমকি দিয়ে যায় শাহিনার শ্বশুর বাড়ির লোকজন। কিন্তু শাহিনা আমার ভাইকে ভাই বলে ডাকতো।

এ সুবাধে তারা মোবাইলে কথা বলতো। শাহিনার শ্বশুর বাড়ির লোকজন আসার পরদিন থেকে আমার ভাই নিখোঁজ হয়। তিনদিন নিখোঁজ থাকার পর বুধবার বাড়ির পাশের বাঁশ বাগানে গলায় রশি পেচানো মরদেহ দেখতে পায়।

তিনি আরো দাবি করেন, আমার ভাইকে হত্যা করে শাহিনার শ্বশুরবাড়ির লোকজন মরদেহ বাঁশ গাছের সঙ্গে বেঁধে রেখেছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে এলে এটি হত্যা না আত্মহত্যা জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।