ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
রাজশাহীতে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে ভিমরুলের কামড়ে কাদের মণ্ডল (৯০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (০১ নভেম্বর) বিকেলে পারিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য নিহতের ছেলে মোবারক আলী বাংলানিউজকে এ বিষয়ে জানান।

মোবারক আলী বলেন, তার বাবা বৃদ্ধ হলেও সুস্থ ছিলেন।

সকালে নাস্তা খেয়ে বাড়ির পাশের চায়ের দোকানে স্থানীয়দের সঙ্গে গল্প করছিলেন। এ সময় প্রকৃতির ডাকের সাড়ায় পাশের জঙ্গলে গেলে একঝাক ভিমরুল তাকে আক্রমণ করে। এতে সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা জঙ্গল থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েন।

বাদ জোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পর বেলা সাড়ে ৩টার দিকে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে বলেও জানান মোবারক আলী।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।