নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সুজিত নামে এক কারেন্ট জাল ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০১ নভেম্বর) বিকেলে উপজেলার গোপালপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন।
ইউএনও ফরিদা বাংলানিউজকে বলেন, নিষেধ অমান্য করেই সুজিত বাজারে কারেন্টজাল বিক্রি করছিলেন।
এরআগেও বিভিন্ন সময় তাকে সতর্ক করা হলেও তিনি কোনো শোনেননি। বিকেলে তার দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করে তা পুড়িয়ে দেওয়া হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘেনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যেমে সুজিতকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় বারহাট্টা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আশরাফুল কবীরসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।