বুধবার (১ নভেম্বর) বুধবার ডুয়েটের ডেপুটি রেজিস্টার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিমুলতলী সড়ক অবরোধ করে।
আবাসিক হলে অবস্থানরত ছাত্রদের বুধবার (১ নভেম্বর) বিকেলের মধ্যে এবং ছাত্রীদের বৃহস্পতিবার (২ নবেম্বর) সকাল ৮টার মধ্যে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরে ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
আরএস/এমজেএফ