ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শাহরিয়ার আলমের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
শাহরিয়ার আলমের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও মার্কিন প্রতিনিধি দলের প্রধান সাইমন হেনশ

ঢাকা: রোহিঙ্গা সংকট পরিদর্শনে আসা যুক্তরাষ্ট্রের চার সদস্যের প্রতিনিধি দল পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইমন হেনশ’র নেতৃত্বে প্রতিনিধি দলটি বুধবার (১ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে এ সাক্ষাৎ করে আসে।

প্রতিনিধি দলের অপর তিন সদস্য হলেন- পররাষ্ট্র দফতরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরো’র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কট বাসবি, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টম ভাজদা, পূর্ব-এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক ব্যুরোর অফিস ডিরেক্টর প্যাট্রিসিয়া মাহোনি।

এসময় উপস্থিত ছিলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা ইস্যুতে মানবিক সহায়তার পাশাপাশি রাজনৈতিকভাবেও সমর্থন যুগিয়ে যাওয়ায় মার্কিন ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে আন্তরিক ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি সংকটের সমাধানে জাতিসংঘের ৭২তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া পাঁচ প্রস্তাব নিয়ে আলোচনা করেন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে। পাশাপাশি এই সংকট সমাধানের জন্য বরাবরের মতো সহযোগিতা-সমর্থন চালিয়ে যাওয়ারও অনুরোধ করেন প্রতিমন্ত্রী।

মার্কিন ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্বদেশ থেকে বিতাড়িত রোহিঙ্গাদের অস্থায়ীভাবে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই নজিরবিহীন মানবিক সংকটে বাংলাদেশ অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রেখেছে।

প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করে মার্কিন প্রতিনিধি দলের এ নেতা বলেন, জোরপূর্বক গৃহহারা মিয়ানমারের নাগরিকদের স্বদেশে নিরাপদে ও মর্যাদার সঙ্গে স্থায়ীভাবে প্রত্যাবাসনে প্রয়োজনীয় আর্থিক ও কূটনৈতিক সব সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র।

এক্ষেত্রে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার বিষয়ে দু’পক্ষই ঐকমত্যে পৌঁছায়।

মিয়ানমার সফর করে আসা এ প্রতিনিধি দল আগামী বৃহস্পতি ও শুক্রবার (২ ও ৩ নভেম্বর) কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।