ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দালালদের ওপর ভরসা করে অভিবাসন নয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
দালালদের ওপর ভরসা করে অভিবাসন নয় বক্তব্য রাখছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: শুধু দালালদের কথায় ভরসা করে বিদেশ না গিয়ে নিরাপদ অভিবাসনের ওপর গুরুত্ব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম।

আর নিরাপদ অভিবাসনের জন্য কাগজপত্র যাচাই করে বিদেশে ভ্রমণের পরামর্শ দিয়েছেন তিনি।  

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর এক হোটেলে অাইওএম এবং ইউএসএইড এর উদ্যোগে অভিবাসনে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য ভিডিও সিরিজের প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশি অভিবাসীদের প্রবাসে থাকা অবস্থায় সকল ধরনের নির্যাতন প্রতিরোধে গৃহীত সব পদক্ষেপের সঙ্গে রয়েছে সরকার। বাংলাদেশের অর্থনীতিতে অভিবাসীদের অবদান অস্বীকার করা যায় না। তবে আমরা নিরাপদ অভিবাসনকে সমর্থন করি।

মন্ত্রী বলেন, এই বাজার যত বৃদ্ধি পাচ্ছে নিরাপদ অভিবাসনও চ্যালেঞ্জ হয়ে পড়ছে। তবে বিদেশে যাওয়ার আগে সঠিকভাবে কাগজপত্র যাচাই করে গেলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। বিদেশে যাওয়ার প্রাক্কালে কেউ কোন সমস্যায় পড়লে সরাসরি মন্ত্রণালয়ে গিয়ে সাহায্য পেতে পারেন।

‘বিদেশে যেতে যে কোন সমস্যায় অভিবাসনে ইচ্ছুকদের জন্য আমার মন্ত্রণালয় এবং কক্ষ সবসময় খোলা’ বলে জানান মন্ত্রী। ট্যুরিস্ট বা স্টুডেন্ট ভিসায় বিদেশে কাজ করতে না যাওয়ারও সুপারিশ করেন তিনি।

অনুষ্ঠানে আইওএম এক্স কর্মসূচির প্রধান তারা ডরমোট বলেন, বাংলাদেশিরা অনেক সময় ট্যুরিস্ট, হজ্ব বা শিক্ষার্থী ভিসার মতো ভুল ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে বিদেশে যান। তারা অনিবন্ধিত দালালদের মাধ্যমে এটা করে থাকেন। ফলে যে কাজের জন্য তারা দেশের বাইরে যান সেটা করতে পারেন না। মানবপাচার ও নির্যাতনের শিকার হয়ে ভয়াবহ ঝুঁকিতে পড়েন।

অনুষ্ঠানে এক প্যানেল আলোচনায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা বলেন, বিদেশে যাওয়ার কিছুদিন আগে ভিসাসহ অন্যান্য কাগজপত্র হাতে নিতে হবে। এরপর অধিদপ্তরে বা অন্যান্য বেসরকারি সহযোগী সংস্থায় সেগুলো যাচাই বাছাই করে যেতে হবে। তা না হলে ভুল ভিসায় বিদেশ গিয়ে ঝুঁকির মুখে পড়তে হতে পারে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আর্ন্তজাতিক শ্রম সংস্থার (অাইএলও) ন্যাশনাল প্রোগ্রাম অফিসার রাহনুমা সালাম, এটিএন বাংলার এডভাইজর প্রোগ্রাম নওয়াজিশ আলী খান, ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক মাসুদ আলী, অভিবাসী কর্মী উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান শাকিরুল ইসলাম, বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশনের (বিওএমএসএ) নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম।

প্রবাসী শ্রমিকরা যেনো মানবপাচার ও নির্যাতন থেকে নিজেদের রক্ষা করতে পারেন এজন্য আইএলও এবং ইউএসএইড ৪ পর্বের ভিডিও প্রদর্শন করে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
এমএন/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।