ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ডিমলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
ডিমলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নীলফামারী: নীলফামারীর ডিমলায় ট্রাকের ধাক্কায় জয়নাল আবেদীন (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ‍দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া-জলঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালক জয়নাল আবেদীন দুইজন যাত্রী নিয়ে তিস্তা ব্যারাজের দিকে যাচ্ছিলেন।

এসময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে জয়নাল আবেদীন ঘটনাস্থলেই নিহত ও অপর দুই যাত্রী সোহাগ (৩০) ও শামীম (২৭) গুরুতর আহত হন।  
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।