ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় সামাজিক আন্দোলনের জাতীয় সম্মেলন ২৯ ডিসেম্বর 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
ঢাকায় সামাজিক আন্দোলনের জাতীয় সম্মেলন ২৯ ডিসেম্বর 

ঢাকা: সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সাম্প্রদায়িক, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক অগ্রসর বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন।  

এ লক্ষ্যে দেশের আটটি বিভাগে বিভাগীয় সমাবেশ সম্পন্ন করে ২৯ ডিসেম্বর (শুক্রবার) ঢাকায় চতুর্থ জাতীয় সম্মেলন ডাকা হয়েছে।
 
বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য নূর মোহাম্মাদ এ ঘোষণা দেন।

 
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৯ ডিসেম্বর ঢাকায় ৪র্থ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আর ৯ নভেম্বর সমাবেশ হবে বরিশালে, ২০ নভেম্বর রাজশাহীতে, ২৪ নভেম্বর রংপুরে, ২৫ নভেম্বর খুলনায়, ১ ডিসেম্বর চট্টগ্রামে, ৮ ডিসেম্বর সিলেটে এবং ৯ ডিসেম্বর ময়মনসিংহ বিভাগে সামাজিক আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ সময় মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। সরকার জঙ্গি দমনে ব্যাপক কাজ করছে। ফলে তারা (জঙ্গি) অনেকটা দুর্বল হয়েছে। কিন্তু জঙ্গিবাদ এখনও নিমূল হয়নি।  

জঙ্গিবাদ সম্পূর্ণ নির্মূল করতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মনে করেন তিনি।  

সংবাদ সম্মেলনে গণস্বাক্ষরতা অভিযানের রাশেদা কে চৌধুরী, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সংগঠনের সভাপতি পঙ্কজ ভাট্টাচার্য, সদস্য ড. অজয় রায়, ড. সারোয়ার আলী, জিয়া উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এসএ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।