বৃহস্পতিবার (০২ নভেম্বর) রাত সাড়ে ৯টা পর্যন্ত বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ জনকে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলা সদরের জাতুকর্ণপাড়া চান্দের মহল্লার ওয়াহিদ মিয়ার মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী এলাকার মুসলিম মিয়ার ছেলের বিয়ে অনুষ্ঠান ছিলো।
বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাদী মো. শাহপরান বাংলানিউজকে জানান, ফুড পয়জনিং-এর কারণে এ সমস্যা হয়েছে। ধারণা করা হচ্ছে বিয়ে অনুষ্ঠানে যারা দই খেয়েছেন শুধু তারাই অসুস্থ হচ্ছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অসুস্থতার সংখ্যা আরও বাড়ছিল বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
টিএ