বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে গুলশানে একটি সেমিনারে বক্তব্য শেষ করার কিছুক্ষণ পর তিনি অসুস্থবোধ করেন এবং পরে সেমিনারস্থলেই ইন্তেকাল করেন।
শুক্রবার (৩ নভেম্বর) বাদ জুমা ১টা ৪৫ মিনিটে গুলশান মানারাত ইউনিভার্সিটির ক্যাম্পাসে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন মরহুমের সহকর্মী প্রফেসর সিরাজউদ্দৌলাহ শাহীন।
আশি দশকে সেনাবাহিনীর মেজর পদ থেকে অবসর নিয়ে ড. আকরামুজ্জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। একজন ভালো মানুষ এবং কাজের ক্ষেত্রে সৎ, দক্ষ, কর্মঠ ও আদর্শ শিক্ষক হিসেবে তিনি সুনামের অধিকারী ছিলেন। অবসর গ্রহণের পরও তিনি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এমপি/বিএস