ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কুয়াকাটায় শুক্রবার শুরু হচ্ছে রাস উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
কুয়াকাটায় শুক্রবার শুরু হচ্ছে রাস উৎসব রাসমেলায় আসা পূণ্যার্থীদের একাংশ

পটুয়াখালী: পর্যটন কেন্দ্র কুয়াকাটার সমুদ্র সৈকতে শুক্রবার (৩ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রাস উৎসব। ঐতিহ্যবাহী রাস উৎসব ও পূণ্যস্নান অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

রাস উৎসব উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেল থেকেই পূণ্যার্থীর পদভারে মুখরিত হয়ে উঠেছে কুয়াকাটা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষরা কুয়াকাটায় সমবেত হতে শুরু করেন।

পূর্ণিমার তিথি অনুযায়ী শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার সূর্য ওঠার সাথে সাথে পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে মূল রাস উৎসব। উৎসবের রাতে কুয়াকাটায় রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হবে।

কুয়াকাটা রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার জানান, শনিবার প্রত্যুষে লাখো পূণ্যার্থীর সমুদ্রস্নানের মধ্য দিয়ে সম্পন্ন হবে পূণ্যস্নান।

পূণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়াকাটার গুরুত্বপূর্ণ স্থান সহ উৎসব এলাকায় সিসি ক্যামেরা স্থাপনসহ মেডিকেল টিম, র‌্যাব-পুলিশের যৌথ টিম এবং সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক সাদা পোশাকধারী আইন শৃংখলা বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রতি বছরের মত এবারও কুয়াকাটার সমুদ্র সৈকত ও কলাপাড়ায় রাস মেলার আয়োজন করা হয়েছে।

কলাপাড়া শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম রাস উৎসব উদযাপন পরিষদের সভাপতি হীরা হাওলাদার স্বপন জানায়, রাস পূঁজার উপকরণ সামগ্রী ও বাদ্যযন্ত্র সহকারে কুলবধূদের কুঞ্জ পরিভ্রমণ, শ্রীশ্রী গোপাল ও যোহমায়ার মূর্তি নিয়ে শহর প্রদক্ষিণ ও জগন্নাথ মন্দিরে গমন, প্রতিদিনের ভোগরাগ ও পূঁজার্চনা, ভক্তবৃন্দের আগমন, কুঞ্জ প্রদক্ষিণ, যুগল দর্শন, সন্ধ্যারতি কীর্তন ও মহোৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পাশাপাশি সেবাশ্রম অঙ্গনের ৫ দিনব্যাপী মেলায় দেশীয় লোকজ সংস্কৃতির কারুকার্য খচিত কুটির শিল্পের পসরা সহ ধর্মীয় আচার অনুষ্ঠানাদি পালনের বই-পত্র, ছবি ও গৃহস্থালি কাজের উপকরণ থাকছে ক্রেতাদের জন্য।

শুক্রবার দিবাগত রাতে কুয়াকাটার রাস মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলী কীর্তন, বাউল গান ও ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়েছে।

কুয়াকাটা অনন্যা ভিলা রাধা-কৃষ্ণ মন্দিরের পুরোহিত অনন্ত মুখার্জী জানান, প্রতিবছরের ন্যায় এ বছরেও অনন্যা ভিলা রাধা কৃষ্ণ মন্দিরে স্থাপিত মন্দিরে রাধা-কৃষ্ণের চার ফুট উচ্চতা সম্পন্ন ১৬৩ কেজি ওজনের যুগল প্রতিমা দর্শনেও ভিড় জমবে হাজারো ভক্তের। আর ভক্তদের জন্য আয়োজন করা হয়েছে খাবারের।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. তানভির রহমান জানান, রাস উৎসব ও মেলার আইন শৃংখলা রক্ষার জন্য প্রশাসন ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। কুয়াকাটায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা, স্যানিটেশন, চিকিৎসা সেবা সহ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সিনিয়র এএসপি মো. আ. করিম জানান, রাস উৎসবে আগত সকল তীর্থ যাত্রীদের নিরাপত্তায় আমাদের সব রকম প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন করে রাখা হয়েছিলো। শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হবে।

বাংলা‌দেশ সময়: ১০৪৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এমএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।