সিটি মেয়র আহসান হাবিব কামালের অনুপস্থিতিতে ৪ নভেম্বর (শনিবার) থেকে ৯ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।
২ নভেম্বর (বৃহস্পতিবার) সিটি’র নির্বাচিত মেয়র মো. আহসান হাবিব কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে প্যানেল মেয়র কেএম শহীদুল্লাহকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
এনিয়ে বর্তমান সিটি পরিষদের চলতি মেয়াদে ছয়বার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পাচ্ছেন কেএম শহীদুল্লাহ।
মেয়র মো. আহসান হাবিব কামাল জানান, বাংলাদেশ সচিবালয়ের ২৩ অক্টোবর দেওয়া এক স্মারকাদেশের ভিত্তিতে সিটি নেট কংগ্রেস ২০১৭ এ অংশগ্রহণের জন্য শ্রীলঙ্কায় যাচ্ছেন তিনি।
এজন্য আগামী ৪ নভেম্বর থেকে শ্রীলংকায় অবস্থানকালীন সময় প্যানেল মেয়র-১ কেএম শহীদুল্লাহকে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এমএস/জেডএস