ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় চার নেতার প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা   

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
জাতীয় চার নেতার প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা    জাতীয় চার নেতার স্মৃতির প্রতি স্বরাষ্ট্র মন্ত্রীর শ্রদ্ধা- ছবি: শোয়েব মিথুন

ঢাকা: জেলহত্যা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

শুক্রবার (০৩ নভেম্বর) সকাল ৯টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (পুরাতন) অভ্যন্তরে জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা দিবেদন করেন তিনি।  

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 
 
এরপর একে একে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসানের নেতৃত্বে কারা অধিদপ্তর, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, জেলা প্রশাসন ঢাকা, এটিএম শামসুজ্জামানের নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
 ঢাকা পুরাতন কেন্দ্রীয় কারাগারে নির্মিত জাতীয় চার নেতার ভাস্কর্য- ছবি: শোয়েব মিথুন পরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতি বিজড়িত সেই কারাগার ঘুরে দেখেন 

সবশেষে মনসুর আলী স্মৃতি নিদর্শন গ্যালারিতে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।  
 
শ্রদ্ধা নিবেদন শেষে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু ও চার নেতার স্বপ্নের বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজকে বাংলাদেশ যেখানে পৌছেছে, সারা পৃথিবী অবাক হয়ে তাকিয়ে রয়। আমরা মাথা নোয়াবার জাতি নই। বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা কখনো মাথা নত করেননি, আমরাও করবো না। বাংলাদেশ নিয়ে যতো ষড়যন্ত্র করুক আমরা তা শক্ত হাতে মোকাবেলা করবো।
 
এসময় কারা ষড়যন্ত্র করছে জানতে চাইলে তিনি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারাই ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র সারাবিশ্ব প্রত্যক্ষ করেছে। সুরাং সমস্ত ষড়যন্ত্র ভেদ করেই আজকে জাতির পিতার আদর্শ নিয়ে তার কন্যা এবং চার নেতার বংশধর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এসআইজে/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।