দিনটি উপলক্ষে শুক্রবার (০৩ নভেম্বর)
সকাল সাড়ে ৮টার দিকে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পল রোডের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সাতমাথা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের এমপি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান।
এসময় আরও বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, আওয়ামী লীগ নেতা, রাগেবুল হাসান রিপু, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, রফি নেওয়াজ খান রবি ও সামছুদ্দিন শেখ হেলাল প্রমুখ।
এর আগে, সকাল সাড়ে ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এমবিএইচ/এসআরএস