শুক্রবার (৩ নভেম্বর) বেলা ১২টার দিকে বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা ট্রলারঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা ইমন ও কণিকা এর আগে বুধবার (১ নভেম্বর) বিকেলে পোস্তগোলা সেতু থেকে নদীতে ঝাঁপ দেন।
তাদের পারিবারিক সূত্রে জানা গেছে, সাত মাস আগে তারা প্রেম করে বিয়ে করেন। এরপর তারা ঢাকার সায়দাবাদ এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। তবে বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। এ কারণেই তারা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির ইনিচার্জ উপ-পরিদর্শক (এসআই) রবিউল হক বাংলানিউজকে বলেন, বুধবার তারা যখন নদীতে ঝাঁপ দেন, তখন আমরা ধারণা করেছিলাম তারা প্রেমিক যুগল। পরে জানতে পারি, তারা স্বামী-স্ত্রী। সকালে নদীতে প্রথমে স্ত্রীর ও পরে স্বামীর মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এসআই