শুক্রবার (০৩ নভেম্বর) সকালে আটক হওয়া বৃদ্ধ মোশারফ একই গ্রামের বাসিন্দা। নিপীড়নের শিকার শিশুটির বাবা মালদ্বীপ প্রবাসী।
শিশুটির মা এ ঘটনার বিচার চেয়ে ২ নভেম্বর (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল ৮টায় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে পুলিশ অভিযুক্ত মোশারফ হোসেনকে আটক করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানান, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত জেনে সে অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শিশুর চাচা লালচাঁন জানান, ১ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় পাশের বাড়ির মোশারফ হোসেন তার ভাইয়ের মেয়েকে প্রলোভন দিয়ে ঘরে ডেকে নেয়। বিষয়টি জানতে পেয়ে তিনি মোশারফকে মারধর করেন।
পরে রাতে ইউপি চেয়ারম্যানের ছোট ভাই এনামুল হক বিষয়টি মীমাংসা করার কথা বলে ডেকে নিয়ে উল্টো বৃদ্ধ মোশারফকে কেন মারধর করেছি তার কৈফিয়াত চেয়ে আমাকে উল্টো মারধর করা হয়।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এমএস/জেডএস