ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

অপহরণের চারদিন পর কলেজছাত্রী উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
অপহরণের চারদিন পর কলেজছাত্রী উদ্ধার

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় এক কলেজছাত্রীকে অপহরণের চারদিন পর উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৩ নভেম্বর) ভোরে রাজধানীর সদরঘাট এলাকার একটি হোটেলের সামনে থেকে তাকে উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
 
থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত সোমবার বিকেলে আউকপাড়া থেকে প্রকাশ্যে অপহরণ করা হয় সাভার বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্রী আশা আক্তারকে (১৮)।

এ ব্যাপারে কলেজছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করেন।
 
মামলা হয় কুমকুমারী এলাকার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আতাউর রহমানের বখাটে ছেলে লেমন মিয়া ও তার অপর পাঁচ সহযোগীদের বিরুদ্ধে। এরপর ওই কলেজছাত্রীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায় আশুলিয়া পুলিশ। ভোরে সদরঘাট থেকে তাকে উদ্ধার করা হলেও কাউকে আটক করা যায়নি।

শহিদুল ইসলাম আরও জানান, বর্তমানে ওই কলেজছাত্রী কিছুটা অসুস্থ। তাকে সাভারে একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতের মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।