শুক্রবার (৩ নভেম্বর) সকালে সীমান্তের লক্ষ্মীদাঁড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-সদরের লক্ষ্মীদাঁড়ি গ্রামের আফছার আলির মেয়ে রোকেয়া খাতুন (৩৩) ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বড়গাঁ গ্রামের জাকির হোসেনের ছেলে আব্দুল মান্নান (২৭)।
বিজিবির ভোমরা ক্যাম্প কমান্ডার সুবেদার নুরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সীমান্তের লক্ষ্মীদাঁড়ি বেড়ি বাঁধে অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। এসময় অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করায় ওই দু’জনকে চারটি সোনার বারসহ আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এসআই