ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে চারদিন ব্যাপী রাস মহোৎসব শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
খাগড়াছড়িতে চারদিন ব্যাপী রাস মহোৎসব শুরু খাগড়াছড়িতে চারদিন ব্যাপী রাস মহোৎসব শুরু

খাগড়াছড়ি: গড়াছড়িতে চারদিন ব্যাপী রাস মহোৎসব শুরু হয়েছে। শ্রী শ্রী লক্ষ্মী-নারায়ণ মন্দিরে বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত থেকে শুরু হয়ে উৎসব চলবে আগামী ৫ নভেম্বর (রোববার) পর্যন্ত।

উৎসবে যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হওয়া বিভিন্ন লীলা প্রদর্শনী ও মহানামযজ্ঞ চলবে এবং রাধাকৃষ্ণ ও পঞ্চতত্ত্ব পুজা করা হবে।  

মহোৎসব উপলক্ষে শ্রী শ্রী লক্ষ্মী-নারায়ণ মন্দিরের আশপাশের এলাকায় নানা পসরা সাজিয়ে বসেছে অস্থায়ী দোকানিরা।

এছাড়া খাগড়াছড়ির মহালছড়ি ও দীঘিনালাতেও রাস মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।