বৃহস্পতিবার (২ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনেঁ হোলেনস্টেইন আমন্ত্রিত অতিথিদের অনুষ্ঠানে স্বাগত জানান।
রেনেঁ হোলেনস্টেইন তার বক্তৃতায় বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের দীর্ঘ ও প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের বিষয়টি আলোকপাত করেন।
মাহমুদ আলী তার বক্তৃতায় দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে বিদ্যমান সুসম্পর্কের কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের তরুণরা ভিডিও ও মঞ্চ উপস্থাপনার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ আকাঙ্ক্ষা তুলে ধরেন।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও রাষ্ট্রদূত রেনেঁ হোলেনস্টেইন বাংলাদেশি তরুণ শিল্পীদের সহযোগিতায় সুইজারল্যান্ড দূতাবাস থেকে প্রকাশিত আলোকচিত্রবিষয়ক বই ‘ফোকাস অন কালচার’র মোড়ক উন্মোচন করেন।
এ সময় সংস্কৃতিমন্ত্রী বলেন, একটি বৈচিত্র্যময় ও শক্তিশালী সাংস্কৃতিক অঙ্গনই সমাজের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় দৃঢ় অবদান রাখতে পারে।
অনুষ্ঠান চলাকালে পররাষ্ট্রমন্ত্রীর কাছে ১৯৭২ সালের ১৩ মার্চ স্বাক্ষরিত একটি ঐতিহাসিক নথি হস্তান্তর করেন রাষ্ট্রদূত। এই নথি বাংলাদেশ ও সুইজারল্যান্ডের সম্পর্কের এক অনন্য স্বাক্ষী। এই ঐতিহাসিক নথির মাধ্যমেই সুইস সরকার বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের বিষয়টি তৎকালীন সরকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে।
অনুষ্ঠানে সরকারের শীর্ষ কর্মকর্তা, আন্তর্জাতিক ও উন্নয়ন-সহযোগী প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
আয়োজনে অতিথিরা ‘রূপান্তর’র পরিবেশনায় বাংলাদেশের লোকনৃত্য এবং ‘চিরকুট’ ব্যান্ডের গান উপভোগ করেন।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এইচএ/