ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে ২ পরিবারের সংঘর্ষে নারী ও শিশুসহ আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
গাংনীতে ২ পরিবারের সংঘর্ষে নারী ও শিশুসহ আহত ৮

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় খাস জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (০৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার চিৎলা গ্রামের বাজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মৃত মজিরুদ্দিনের ছেলে জমির উদ্দিন (৫৫), আলিমুদ্দিনের ছেলে আনারুল ইসলাম (৪০), হামিদুল ইসলাম (৪৫) ও তার মেয়ে মাবিয়া খাতুন (৮) এবং অপরপক্ষের মৃত আনছার শেখের ছেলে সুন্নত আলী (৪৫), সখিনা বেগম (৪০), হাজেরা খাতুন (৩২) ও আনছার আলীর স্ত্রী তাজমিনা খাতুনকে (৫০) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত জমির উদ্দিন বাংলানিউজকে জানান, প্রতিবেশী সুন্নত আলীর গরুর গোবর (মল) তার বাড়ির মধ্যে ঢুকে পরিবেশ নষ্ট করছে এ কথা বলতে গেলে সুন্নত আলীর লোকেরা তাদের উপর হামলা করে।

এদিকে সুন্নত আলীর অভিযোগ, তিনি ৬ কাঠা খাস জমির উপর বসবাস করছেন। জমির উদ্দিন এ জমিটি দখলের জন্য দীর্ঘদিন ধরে পায়তারা চালাচ্ছেন। এ নিয়ে সকালে বিনা কারণে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় জমিরের লোকেরা।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এমকে রেজা বাংলানিউজকে জানান, আহতদের শরীরের বিভিন্ন অংশে দেশীয় অস্ত্রের আঘাতে ক্ষত হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।