পুলিশ জানায়, আলিম উদ্দিনের বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জে হলেও বর্তমানে তারা ডেমরা মুসলিমনগর মসজিদের পাশে একটি টিনসেড বাড়ি স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন। স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি।
নিহত আলিমের স্ত্রী রুমা আক্তার বাংলানিউজকে জানান, তাদের টিনসেড ঘরটি নিজেরাই মেরামত করছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন আলিম।
তাৎক্ষণিক উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এজেডএস/এমএ