শুক্রবার (০৩ নভেম্বর) সকালে যশোর ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকালে মন্ত্রী রাশেদ খান মেনন নির্ধারিত রেজিস্ট্রেশন পত্রে স্বাক্ষর করেন। বাবার চাকরির সুবাদে শৈশবে এ বিদ্যাপীঠে দীর্ঘ তিন বছর পড়াশুনার নানা স্মৃতিচারণ করে পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
এর আগে, বিভিন্ন দাবিতে স্মারকলিপি দিতে আসা বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন নেতাদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, যশোর বিমানবন্দর সম্প্রসারণ এবং আধুনিকায়নের জন্য সর্বোচ্চ উদ্যোগ নেয়া হবে। কারণ এটার সাথে কেবল আঞ্চলিক স্বার্থ নয় বরং জাতীয় স্বার্থ জড়িত। এছাড়া যশোরে ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়টিও বিবেচনাধীন আছে।
এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদ, জাকির হোসেন হবি, জিল্লুর রহমান ভিটু, মোস্তাফিজুর রহমান কাবুল, নাজিম উদ্দিন, ইসরারুল হক, ইউনুস তালুকদার, যুবনেতা শেখ আলাউদ্দিন, মঞ্জুরুল আলম, খবির শিকদার, শফিকুল ইসলাম, ছাত্রনেতা রাশেদ খান, শ্যামল শর্মা, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েনের পক্ষে মতিয়ার রহমান, যশোর চেম্বার অব কমার্সের পক্ষে শাহীন চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
আরআই