দেশের একমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পারামণবিক চুল্লি বসানো অর্থাৎ ফাস্ট কংক্রিট পোরিং ডেট বা এফসিডি কাজের উদ্বোধন উপলক্ষে পাবনায় আসবেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (০৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পাবনা জেলা প্রশাসনের আয়োজনে ঈশ্বরদীর রূপপুর সাইট অফিসের কনফারেন্স রূমে এ সভা অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালোর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- পাবনা জেলা অওয়ামী লীগের সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি। বিশেষ অতিথি ছিলেন- খন্দকার আজিজুল হক আরজু এমপি, মকবুল হোসেন এমপি, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল, পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির, লে. কর্নেল আবু জাহিদ সিও প্রমুখ।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সভায় জেলায় সম্প্রতি শেষ হওয়া ১২টি কাজের উদ্বোধন ও ২৭টি এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এনটি