ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মর্দানা গ্রামে একটি বাড়িতে হাতবোমা বিস্ফোরণে আহত তাইফুর রহমানের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা গ্রামের আইয়ুব বাজার এলাকার ফজলু ঘোষের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ এ এসপি (হেডকোয়ার্টার) মো. আব্দুল হাই সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হন তাইফুর। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এর আগে শুক্রবার দুপুরে তাইফুর তার বাড়ির ছাদে রোদে হাতবোমা মেরামত ও শুকাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি বোমা বিস্ফোরিত হলে তাইফুরের হাতের কিছু অংশ উড়ে যায় এবং মুখ খানিকটা ঝলসে যায়। গুরুতর আহত তাইফুরকে অজ্ঞাত স্থানে রেখে চিকিৎসার দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ০৩ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।