ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
কোম্পানীগঞ্জে ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে খাতিজা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমান এ বাল্যবিয়ে বন্ধ করেন।

খাতিজা উপজেলার মুছাপুর পাঁচ নম্বর ওয়ার্ডের আলম ব্যাপারী বাড়ির সৌদি প্রবাসী হুমায়ুন কবিরের মেয়ে এবং মুছাপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূরনবী বাংলানিউজকে বলেন, দুপুরে মুছাপুর পাঁচ নম্বর ওয়ার্ডের আলম ব্যাপারী বাড়ির সৌদি প্রবাসী হুমায়ুনের মেয়ে খাতিজার সঙ্গে রামপুর ইউনিয়নের বিষু ব্যাপারী বাড়ির মৃত মো. হামিদের ছেলে কাতার প্রবাসী মো. মহিউদ্দিনের (২৮) বাল্যবিয়ে হচ্ছে।

এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামিরুল ইসলাম মোবাইল ফোনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানকে ঘটনাস্থলে পাঠান এবং বিয়ে বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুর পুলিশের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন এবং বর ও কনের স্বজনদের ইউএনও কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে কনের ভগ্নিপতি বেলায়েত হোসেন মুচলেকা দেন মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে দেয়া হবে না। অপরদিকে, বর মো. মহিউদ্দিনও বিয়ে করবেন না বলে মুচলেকা দেন।

পরে বরপক্ষ ও কনেপক্ষের নিমন্ত্রিত তিনশ’ অতিথিদের জন্য আয়োজিত খাবার কনেপক্ষের ইচ্ছায় স্থানীয় এতিমখানায় দিয়ে দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
আরবি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।