শুক্রবার (৩ নভেম্বর) নগরীর বেতপট্টিতে অবস্থিত দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
রংপুর মহানগর যুবলীগ নেতা রবিউল ইসলাম রবির সঞ্চালনায় ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য দেন-জেলা যুবলীগ নেতা মাসুদ রানা বিপ্লব, মহানগর যুবলীগ নেতা জামাল মণ্ডল, পারভেজ ইসলাম, নাসিরউদ্দীন শামীম, আমিনুল, সুজন, আবু সায়েম প্রমুখ।
বক্তারা অবিলম্বে জেল হত্যা মামলার বিচার প্রক্রিয়ার বাকি অংশ শেষ করে খুনিদের ফেরত এনে তাদের ফাঁসির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন-মহানগর যুবলীগ নেতা শাহাবুল মিয়া, মাইদুল ইসলাম, মমিনুল করিম, আসাদুজ্জামান আসাদ, খোকন, কৃষিবিদ সালাউদ্দিন বাচ্চু, মাহমুদ ইসলাম,, মেজবাজহুল আলম, আব্দুর রশীদ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের মহানগর আহ্বায়ক জুয়েল রানা বিপ্লব, আরিফ সরকার, সৈয়দ আহমেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
আরআর