ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিতের গুরুত্ব সিপিএ সম্মেলনে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিতের গুরুত্ব সিপিএ সম্মেলনে

ঢাকা: প্রাকৃতিক পরিবেশকে সমুন্নত রাখতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা নিশ্চিতের উপর গুরুত্ব দেওয়া হয়েছে সিপিএ (কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন) সম্মেলনে। এজন্য সংসদকে কার্যকর ভূমিকা রাখতে বলা হয়েছে।

ঢাকায় চলমান আট দিনব্যাপী সিপিএ সম্মেলনের তৃতীয় দিনে শুক্রবার (০৩ নভেম্বর) বিকেলে রেডিসন হোটেলে স্মল ব্যাঞ্চের চতুর্থ সেশনে এ বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়।  

আঞ্চলিকভাবে জলসীমার নিরাপত্তার প্রতিবন্ধকতা মোকাবেলায় সংসদের ভূমিকা (দ্য রোল অব পার্লামেন্ট ইন মিটিং দ্য চ্যালেঞ্জেস অব প্রোটেকটিং টেরিটোরিয়াল ওয়াটারস) নিয়ে সভায় আলোচনা হয়।

সভায় এ বিষয়ে দু’টি সুপারিশ করা হয়।  

প্রথম সুপারিশে বলা হয়- অতিরিক্ত মৎস্য আহরণ, চুরি করে শিকার করা, আবাসস্থল ধ্বংস, দূষণ ও জলবায়ু পরিবর্তনের মতো হুমকি থেকে সম্পদকে নিরাপদ রাখতে সংসদকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।

দ্বিতীয় সুপারিশে বলা হয়- সংসদকে আঞ্চলিক জলরাশির গুরুত্ব নির্ধারণপূর্বক প্রাকৃতিক পরিবেশকে সমুন্নত রেখে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
  
সিপিএ সম্মেলনের এ সেশনে সভাপতিত্ব করেন বারবাডোজের হাউজ অব অ্যাসেম্বলির স্পিকার মাইকেল এ ক্যারিংটন কিউ. সি। সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ সুপারিশের কথা জানান।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মাইকেল এ ক্যারিংটন বলেন, নবায়নযোগ্য জ্বালানির আওতা বাড়াতে হবে এবং এর ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রাকৃতিক পরিবেশকে সমুন্নত রাখতে কলকারখানা, গাড়িসহ পারিপার্শ্বিক কাজে পেট্রোলের ব্যবহার কমানোর বিষয়কে গুরুত্ব দিতে হবে। নদী বা সমুদ্রের দূষণরোধে যত্নশীল হতে হবে। এজন্য বিকল্প যানবাহন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ব্যবস্থা করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭ 
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।