ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদে ডুবে আওয়ামী লীগ নেতার মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
কাপ্তাই হ্রদে ডুবে আওয়ামী লীগ নেতার মৃত্যু

রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে গিয়াস উদ্দিন (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৩ নভেম্বর) সকালে উপজেলার কোয়াটার এলাকার আনসার পোস্টের তিনশ গজ পশ্চিমে হ্রদ থেকে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্বজনরা। গিয়াস লংগদু সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

তার পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (০১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের ঝর্নাটিলা গ্রামের নিজ বাড়ি থেকে নৌকা করে বাজারে যান তিনি। বাজারে ঘণ্টা খানিক থাকার পর আবারও নৌকা করে বাড়ির উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সারারাত অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকালে স্থানীয় ডুবুরি নামিয়ে খোঁজ করা হয়। এদিন সকালে নৌকাটি পাশের গ্রাম ফোরেরমুখে তার ব্যবহৃত জুতা ও গামছাসহ পাওয়া যায়। বৃহস্পতিবার সারাদিন-রাত অনেক চেষ্টা করেও তার কোনো খোঁজ মেলেনি। শুক্রবার সকালে উপজেলার কোয়াটার এলাকার আনসার পোস্টের তিনশ গজ পশ্চিমে কাপ্তাই হ্রদের পানিতে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্বজনরা।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।