ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২২

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা সদরের আলুটিলায় যাত্রীবাহী বাস উল্টে ২২ জন আহত হয়েছেন। 

শুক্রবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১১ জনকে খাড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকি ১১ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।  
 
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টায় আলুটিলা থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রাম থেকে আসা যাত্রীবাহী বাসটি উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।
 
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
আরআর
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।