শুক্রবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১১ জনকে খাড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টায় আলুটিলা থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রাম থেকে আসা যাত্রীবাহী বাসটি উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
আরআর