ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধের চেতনাকে কেউ হত্যা করতে পারেনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
মুক্তিযুদ্ধের চেতনাকে কেউ হত্যা করতে পারেনি বক্তব্য রাখছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করে তার আদর্শকে কেউ হত্যা করতে পারেনি। এমনকি জাতীয় চার নেতাকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকেও না।

শুক্রবার (০৩ নভেম্বর) বিকেলে জেল হত্যা দিবস উপলক্ষে সিংড়ার চৌগ্রামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের সকল ক্রান্তিকালের হাল ধরেছে।

বর্তমানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের রোল মডেল হিসেবে এগিয়ে যাচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে আগামীদিনের সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলতাব হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান, চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর ওদুদ দুদু প্রমুখ।

পরে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।

এর আগে দুপুরে প্রতিমন্ত্রী চৌগ্রাম পুকুরপাড়া জামে মসজিদের নতুন ভবনের উদ্বোধন করেন। পরে বিকেলে শেরকোল ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে যোগ দেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।