শুক্রবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আরিফ ডেমরার নরাইবাগ ইসলামীয়া মাদ্রাসার ছাত্র ছিল।
মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র মো. সালমান জানান, পরিক্ষা চলায় মাদ্রাসাটি বন্ধ ছিল। আজই খুলেছে, শুনেছি আরিফ মাদ্রাসার ভবন থেকে পড়ে আহত হয়। পড়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদ্রাসার একটি সূত্র জানায়, শিশু আরিফ মকতব বিভাগের ছাত্র ছিল। এশার নামাজের সময় এ দুর্ঘটনাটি ঘটেছে। মাদ্রাসার সবাই তখন নামাজ পরছিল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, নিহত শিশু আরিফের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এজেডএস/আরআইএস/