ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ ছবি: বাংলানিউজ

নীলফামারী: দিনাজপুরের বীরগঞ্জে পিকআপভ্যানের চাপায় নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৫ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৬টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার শালবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নীলফামারী উপজেলার জলঢাকা উপজেলার কচুয়া গ্রামের সুশীল রায়ের স্ত্রী শ্রী সুশীলা রায় (৩৫), একই গ্রামের নিপু চন্দ্রের ছেলে হাবু রাম রায় (৪৫), একই উপজেলার চিড়াবুধি গ্রামের লক্ষ্মীকান্ত রায়ের স্ত্রী রঙ্গিলা বালা (৩৪) ও একই গ্রামের মৃত আমানন্দ রায়ের ছেলে অমূল্য চন্দ্র রায়।

হতাহতরা সবাই নীলফামারীর জলঢাকা উপজেলার বাসিন্দা।  

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে ব্যাটারিচালিত ভ্যানে করে কয়েকজন দিনাজপুরের কাহারোলের ঐতিহ্যবাহী কান্তজীউ মন্দিরে রাস পূর্ণিমা মেলার রাস উৎসবে অংশ নিতে যাচ্ছিলেন। পথে ঠাকুরগাঁও অভিমুখে যাওয়া একটি পিকআপভ্যান ওই ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই  নারীসহ ৪ জনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরো ৫ জন।

আহতদের মধ্যে ২ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

পুলিশ পিকআপভ্যানটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, ০৪ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।