ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা সিটির হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি বাতিলের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
ঢাকা সিটির হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি বাতিলের দাবি ঢাকা সিটির হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি বাতিলের দাবি- ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স সমতায়নের নামে অযৌক্তিক ও অস্বাভাবিক কর বৃদ্ধি বাতিলসহ চার দফা দাবি জানিয়েছে নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ)।

শনিবার (৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক নাগরিক সমাবেশে সংগঠনটির নেতারা এই দাবি জানান।  

এ সময় বক্তারা বলেন, ঢাকা মহানগর এলাকার বাসাবাড়ির হোল্ডিং ট্যাক্সের পরিমাণ ১০ থেকে ১৫ গুণ বাড়ানো হয়েছে।

অস্বাভাবিক এই কর বৃদ্ধির হার নজির বিহীন।

দাবিগুলো হলো- হোল্ডিং কর বৃদ্ধির আগে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় ও কমিটি গঠনের মাধ্যমে আলাপ আলোচনার ভিত্তিতে তা করতে হবে।

এছাড়াও ঢালাওভাবে আবাসিক-বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা যাবে না, সহনীয় হোল্ডিং ট্যাক্স ধার্য করতে হবে এবং সঠিক নীতিমালার মাধ্যমে পর্যায়ক্রমে কর বাড়াতে হবে যাতে এটি বোঝা হয়ে না দাঁড়ায়।

এতে বক্তব্য রাখেন- নাসফের সভাপতি হাফিজুর রহমান (ময়না), সাধারণ সম্পাদক তৈয়ব আলী, সাংগঠনিক সম্পাদক ওয়াদুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এমএফআই/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।