শনিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদরের ভালুকাচাঁদপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা খাতুন ভালুকাচাঁদপুর গ্রামের আবুল কাসেমের স্ত্রী।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে করে ছেলের সঙ্গে সাতক্ষীরা আসছিলেন নাজমা খাতুন। ভালুকাচাঁদপুর মোড়ে এলে পেছন থেকে একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমার মৃত্যু হয়। গুরুতর আহত ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ০৪ নভেম্বর, ২০১৭
আরএ