শনিবার (৪ নভেম্বর) বেলা ১১টা থেকে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ অধ্যাপক ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষাবিদ মধু মঙ্গল চাকমা, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহ আলমগীর, খাগড়াছড়ির জেলার ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার, খাগড়াছড়ি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্র মারমা, জাবারাং কল্যাণ সমিতিরি নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা প্রমুখ।
সভায় খাগড়াছড়ির প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সমস্যাগুলো চিহ্নিত করে সমস্যা সমাধানের সুপারিশমালা তুলে ধরা হয়। যা আগামী ২৩ ডিসেম্বর খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উৎসবে আসা সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি ও দেশ বরণ্য ব্যক্তিদের মাঝে তুলে ধরা হবে।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
জিপি/