শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বগুড়া সমবায় ব্যাংকের চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলুর সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।
এছাড়া আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল, টিএমএসএস’র নির্বাহী পরিচালক ড. অধ্যাপিকা হোসনে আরা, জেলা সমবায় কর্মকর্তা মো. নুরুন্নবী প্রমুখ।
শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা সমবায় অফিস ও বগুড়া সদর উপজেলার সমবায়ীরা অনুষ্ঠানের আয়োজন করেন। সহযোগিতায় ছিলেন বগুড়া এডিপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বগুড়া জেলা কার্যালয়।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এমবিএইচ/এএটি