শনিবার (৪ নভেম্বর) সকালে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান-ট্রাক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ এবং বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
বৈঠকে শেষে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস সাংবাদিকদের জানান, সভায় পরিবহন নেতাদের দাবির প্রেক্ষিতে রাস্তায় ট্রাক-কাভার্ডভ্যানের কাগজপত্র পরীক্ষা না করে যাত্রা শুরু ও শেষ টার্মিনালে পরীক্ষার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন আইজিপি।
সভায় মহাসড়ক যানজট ও দুর্ঘটনামুক্ত রাখতে ফিটনেস এবং বৈধ কাগজপত্রবিহীন গাড়ি না চালানোর জন্য মালিক-শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে আইজিপি বলেন, গাড়িতে নির্দিষ্ট ওজনের অধিক পণ্য পরিবহন করা যাবে না। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হাইড্রোলিক হর্ণ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তিনি ট্রাফিক আইন মেনে চলার জন্য নেতাদের প্রতি আহ্বান জানান।
কোনো পুলিশ সদস্যদের বিরুদ্ধে মহাসড়কে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান আইজিপি।
সভায় উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন) মো. মোখলেসুর রহমান, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি মো. নওশের আলী, ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
পিএম/এএটি
**রাতের রাস্তায় বাড়তি ব্যয়