ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিপিএ সম্মেলন উদ্বোধন রোববার, গুরুত্ব রোহিঙ্গা ‍ইস্যুতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
সিপিএ সম্মেলন উদ্বোধন রোববার, গুরুত্ব রোহিঙ্গা ‍ইস্যুতে সিপিএ সম্মেলনে অংশ নেয়া প্রতিনিধিদের সঙ্গে স্পিকার শিরীন শারমিন চৌধুরী; ছবি- ডিএইচ বাদল

ঢাকা: কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৩তম সম্মেলনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে রোববার(নভেম্বর ০৫) সকালে।

এদিন সকাল সাড়ে ৯ টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সিপিএ’র ৬৩তম এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে এরই মধ্যে গত ১ নভেম্বর থেকে হোটেল রেডিসন ব্লুতে সিপিএ’র স্মল ব্রাঞ্চের সদস্য দেশগুলোর মধ্যে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

স্মল ব্রাঞ্চ হচ্ছে সিপিএ ভুক্ত দেশগুলোর মধ্যে সেসব দেশের ফোরাম যেসব দেশে ৫ লাখ বা তার নিচে জনগোষ্ঠীর বসবাস।

এসব দেশের সমস্যা ও সমাধানে বড় দেশগুলোর ভূমিকা নিয়ে কিছু সুপারিশ তুলে ধরা হয় এসব বৈঠকে।

তবে রোববার থেকে শুরু হওয়া সিপিএ’র নির্বাহী কমিটির বৈঠকে প্রথমদিন অর্থাৎ রোববার বিকেল সাড়ে ৩ টা থেকে ৪ টা ১৫ পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলেন কেন্দ্রের হল অব ফেইমে রোহিঙ্গা সঙ্কট ও সমাধানের উপায় বাংলাদেশের পক্ষে উত্থাপন করবেন পররাষ্ট্র মন্ত্রী এইচএম মাহমুদ আলী। এর মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হবে।

এছাড়াও সিপিএ’র নির্বাহী কমিটির ৮টি সেমিনারে বাংলাদেশের পক্ষ থেকে যে কেউ বিষয়টি উত্থাপন করতে পারেন বলে একাধিকবার জানিয়েছেন সিপিএ চেয়ারপার্সন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এরই মধ্যে সিপিএভুক্ত ৫২ দেশের মধ্যে ৪৪টি দেশের ১১০টি ব্রাঞ্চের জনপ্রতিনিধিরা সম্মেলনে অংশ নিয়েছেন, আরো প্রতিনিধি এখন পর্যন্ত আসছেন।

শনিবার (০৪ নভেম্বর) দুপুরে হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত সিপিএ স্মল ব্রাঞ্চের বিভিন্ন প্লানারি সেশনের সার-সংক্ষেপ তুলে ধরেন বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য তানভীর ইমাম ও ফজিলাতুন নেছা বাপ্পী। এ সময় উপস্থিত ছিলেন, সংসদের গণ সংযোগ শাখার পরিচালক তারিক মাহমুদ।

এদিকে সিপিএ’র স্মল ব্রাঞ্চের বৈঠকে কমনওয়েলথ উইমেন পার্লমেন্টারিয়ানস-সিডব্লিউপি’র সদস্যরা সিপিএ ভুক্ত দেশের সংসদগুলোতে ৩০ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। একইভাবে নারীদের রাজনীতিতে সক্রিয় অংশ গ্রহণে সিপিএ ভুক্ত দেশগুলোকে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে প্রস্তাব উত্থাপন করা হয় ওই বৈঠকে। আলোচনায় উঠে এসেছে সিপিএ ভুক্ত ৫২টি দেশের মধ্যে ১২টি দেশের সংসদে নারী প্রতিনিধিত্ব নেই। সিডব্লিউপির সদস্যরা মনে করেন যেখানে পৃথিবীর অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদের পেছনে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। এরই মধ্যে সিডব্লিউপি’র প্রতিনিধিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ও জাতীয় মহিলা পরিষদের কার্যক্রম প্রত্যক্ষ করেছেন। শনিবার (০৪ নভেম্বর) তারা গাজীপুরে একটি পোশাক কারখানা পরিদর্শন করেন, সেখানে নারী শ্রমিকদের কাজের পরিবেশ ও প্রান্তিক পর্যায় থেকে নারীরা কিভাবে রাজনীতিতে সক্রিয় হচ্ছে সেসব বিষয় পর্যবেক্ষণ করেন।

এছাড়া অন্য একটি সেশনে আলোচনা শেষে সিপিএ ভুক্ত দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে সংসদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করার সুপারিশ করা হয়। একইভাবে দুর্নীতির চ্যালেঞ্জ মোকাবেলায় সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা রাখারও প্রস্তাব করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এসএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।