ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সেতুর উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সেতুর উদ্বোধন আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সেতুর উদ্বোধন

মাদারীপুর: মাদারীপুর জেলার হবিগঞ্জে আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সেতুর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সেতুটির উদ্বোধন করেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। সেতুটির নামকরণ করা হয়েছে ‘বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান সেতু’।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, মাদারীপুর সদর উপজেলার ত্রিভাগদী-জিসি-মিঠাপুরহাট-হবিগঞ্জহাট-শেখপুর-মোল্লারহাট সড়কের সদর উপজেলার হবিগঞ্জ আড়িয়াল খাঁ নদের ওপর ৫২০ মিটার দৈর্ঘ্য এই সেতুটি নির্মিত হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায়, জাইকা ও জিওবির অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির নির্মাণ কাজে ব্যয় হয় ৬৩ কোটি ৯৪ লাখ ৯২ হাজার টাকা।  

মাদারীপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্ত্তী বাংলানিউজকে জানান, সেতুটি হওয়ায় মাদারীপুরের প্রত্যন্ত জনপদের যোগাযোগের উল্লেখ্যযোগ্য পরিবর্তন আসবে এবং পিছিয়ে পড়া এলাকাগুলোতে উন্নয়নের ছোঁয়া লাগবে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।