ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ধনবাড়ীতে উত্ত্যক্ত করার দায়ে যুবকের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
ধনবাড়ীতে উত্ত্যক্ত করার দায়ে যুবকের কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে উত্ত্যক্ত করার দায়ে বায়েজিদ (২৫) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সিদ্দিকার ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত বায়োজিদ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পঞ্চাশী গ্রামের মেহেদী মাহমুদের ছেলে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোলাম মোস্তফা মণ্ডল বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে ধনবাড়ী উপজেলার এক স্কুলছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলেন বায়োজিদ। ওই ছাত্রী বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের জানালে তারা পুলিশকে জানায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুপুরে ধনবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান পঞ্চাশী গ্রাম থেকে বায়েজিদকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।