ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
ময়মনসিংহে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন শিশুদের খাওয়ানো হচ্ছে কৃমিনাশক ওষুধ

ময়মনসিংহ: ময়মনসিংহে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু হয়েছে।শনিবার (০৪ নভেম্বর) সকালে নগরীর কালিবাড়ি রোড এলাকার ভাসানী প্রাথমিক বিদ্যালয়ে এ সপ্তাহের উদ্বোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. এ.কে.এম.আব্দুর রব। এ সময় তারা বিদ্যালয়টির ৫ থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীদের কৃমির ওষুধ খাইয়ে দেন।

ময়মনসিংহ পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর দীপক মজুমদার বাংলানিউজকে জানান, ময়মনসিংহের ১৩০টি প্রাথমিক বিদ্যালয়ে কৃমির ওষুধ পৌঁছে দেয়া হয়েছে। আগামী ৯ নভেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এমএএএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।