ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
যশোরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত যশোরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত

যশোর: ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে বর্ণাঢ্য আয়োজনে ৪৬তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) দিবসটি যশোর জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের উদ্যোগে এ দিবস উদযাপিত হয়।

এদিন বেলা ১১টার দিকে শহরের ঐতিহাসিক টাউন হল ময়দান প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রার উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন।

 

পরে সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়। পরে আলোচনা সভা শুরু হয়।

আলোচনা সভায় ডিসি আশরাফ উদ্দিন বলেন, সমবায় একটি গণতান্ত্রিক আর্থ-সামাজিক সংগঠন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে এ প্রতিষ্ঠানকে গতিশীল করতে হবে। নিষ্ঠা ও সততার সঙ্গে সব কর্মকাণ্ড সমবায়ের আদর্শে পরিচালনা করার আহবান জানান ডিসি।

এতে সভাপতিত্ব করেন জেলা সমবায় ইউনিয়নের সভাপতি শফিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সামাজিক উন্নয়ন সংস্থা বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক ডক্টর আঞ্জেলা গমেজ।

স্বাগত বক্তব্য ও প্রতিবেদন পাঠ করেন জেলা সমবায় অফিসার এসএম মঞ্জুরুল হক। আলোচনা করেন যশোর সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের পক্ষে তারাপদ দাস, আরবান আর্টিজেন্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি অ্যাডভোকেট আবু সেলিম রানা, মোমিননগর সমবায় শিল্প ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান রেজাউল ইসলাম, যশোর সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা, জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম।  

সভা সঞ্চালনা করেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা দিপক রায় ও উইমেন্স বিউটি পার্লার মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জয়িতা সুফিয়া মাহমুদ রেখা।  

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
ইউজি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।