ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

স্বাধীনতা বিরোধী শক্তিকে দেশ থেকে নির্মূল করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
স্বাধীনতা বিরোধী শক্তিকে দেশ থেকে নির্মূল করতে হবে বক্তব্য রাখেছন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

জয়পুরহাট: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, একাত্তরে যারা বিরোধীতা করেছে, তারাই এ দেশের সাংস্কৃতিক অঙ্গনকে ধ্বংস করার জন্য উদিচীসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানে বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করেছে। আজও তারা এ দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই স্বাধীনতা বিরোধী শক্তিকে দেশ থেকে নির্মূল করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শনিবার (০৪ নভেম্বর) দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি স্টেডিয়াম মাঠে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার সাংস্কৃতিক কর্মীদের নিয়ে তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সংসদ সদস্য শামছুল আলম দুদুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, জেলা প্রশাসক মোকাম্মেল হক, পুলিশ সুপার রশীদুল হাসান, সাংস্কৃতিক উৎসব কমিটির সদস্য সচিব পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব ও ধরিত্রী বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুন আর রশিদ।

 

তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের মূল লক্ষ্য সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানটি চলবে সোমবার (০৬ নভেম্বর) পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।