শনিবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত মর্জিনাকে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।
মর্জিনার স্বামীর নাম শফিউল্লাহ, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলায়। বর্তমানে উত্তরা আজমপুর কাঁচা বাজার এলাকায় ৩ সন্তানকে নিয়ে থাকতেন তিনি।
মৃত মর্জিনার স্বামী শফিউল্লা জানান, ছোট মেয়ে সামিয়াকে স্থানীয় একটি হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাসায় ফিরছিলেন মর্জিনা। এ সময় উত্তরা ৬ নং সেক্টর ওয়াসা অফিসের সামনে তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দেয় মর্জিনা ও সামিয়াকে।
আহত সামিয়া স্থানীয় একটি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। সে এখন ভাল আছে বলে জানান শফিউল্লা।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
আরআই