শনিবার (০৪ নভেম্বর) দুপুরে পৌর শহরের কাগুজীপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাজিদ বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের সোহরাব হোসেনের ছেলে ও মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বড় ভাই অন্তরের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে য়ায় সাজিদ। এসময় পেছন থেকে আসা একটি চাল বোঝাই টমটম তাকে চাপা দেয়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় টমটমসহ চালককে আটক করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এমএস/ওএইচ/