ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলায় কাতারে প্রতিবাদ সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
খালেদা জিয়ার গাড়ি বহরে হামলায় কাতারে প্রতিবাদ সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাতার: ঢাকা থেকে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে আসা-যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে সভা করেছে কাতারের ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম। 

দেশটির রাজধানী দোহার অদূরে সেন্ট্রাল মার্কেটের মিষ্টি মেলা রেস্তোরাঁয় শুক্রবার (০৩ নভেম্বর) রাতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এ সময় বক্তারা খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়।

একই সঙ্গে েএ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি ্বাহ্বান জানানো হয়।  

সংগঠনের নেতা ফরহাদ হোসেন মানিকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নিউ সানাইয়া ধানসিড়ি বিএনপির সভাপতি মোকাররম আলী চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার ধানসিড়ি-বিএনপির আহ্বায়ক মো. শহীদুল হক।
আর বিশেষ অতিথি ছিলেন ধানসিড়ি বিএনপির সাবেক সভাপতি মো. আবু সায়েদ, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পেয়ার মোহাম্মদ, সদস্য সচিব শরীফুল হক সাজু, যুগ্ম-আহ্বায়ক মকবুল হোসেন, মেজবাউল করিম বাবলা ও সিনিয়র সদস্য অধ্যাপক এ কে এম আমিনুল হক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।