ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় জমজমাট করমেলা, চতুর্থ দিনে আদায় ৫০ লাখ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
খুলনায় জমজমাট করমেলা, চতুর্থ দিনে আদায় ৫০ লাখ করমেলা-ছবি-বাংলানিউজ

খুলনা: জমে উঠেছে খুলনার আয়কর মেলা। নবীন-প্রবীণ করদাতাদের উপস্থিতিতে মেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

চতুর্থ দিন শনিবার (৪ নভেম্বর) ৫০ লাখ ৪৫ হাজার ৯২৩ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা গ্রহণ করেছেন ১ হাজার ৯৮৬ জন।

খুলনা কর আপিল অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায় এ তথ্য জানান। তিনি বলেন, এ দিন মেলায় রিটার্ন দাখিল করেছেন ৯শ’ ৬৮ জন গ্রাহক। ৫৮ জন গ্রাহক নতুন রেজিস্ট্রেশন করেছেন।

দেখা গেছে, মানুষ লাইন ধরে মেলায় প্রবেশ করেছেন। ঢুকতেই সারি সারি পাতা টেবিলে বসে ফরম পূরণ করেছেন গ্রাহকরা। অনেকে এসেছেন আয়কর বিষয়ে জানতে।

কর অঞ্চল খুলনার কর কমিশনার মো. ইকবাল হোসেন (চলতি দায়িত্ব) বাংলানিউজকে বলেন, কর দিতে উৎসাহিত করতে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় এসে করদাতারা উৎসবমুখর পরিবেশে কর জমা দিচ্ছেন। তাদের মধ্যে কর নিয়ে যে বিভ্রান্তি ছিল, তাও ধীরে ধীরে কেটে যাচ্ছে।

বয়রাস্থ কর ভবন প্রাঙ্গণে আয়োজিত করমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলছে। মেলা শেষ হবে ৭ নভেম্বর।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এমআরএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।