ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে শাহীন হত্যার দায় স্বীকার করে আসামির জবানবন্দি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
হবিগঞ্জে শাহীন হত্যার দায় স্বীকার করে আসামির জবানবন্দি আসামি মাঈনুদ্দিন

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নে গাছ থেকে চালতা ফল পাড়াকে কেন্দ্র করে শাহিন মিয়া হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আসামি মাঈনুদ্দিন।

শনিবার (০৪ নভেম্বর) বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসমা খাতুনের আদালতে ১৬৪ ধারায় তিনি এ জবানবন্দি দেন।
 
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বাংলানিউজকে জানান, ১৭ অক্টোবর উপজেলার চামলতলী পাহাড়ের টিলায় গাছ থেকে চালতা ফল পাড়ার নিয়ে বিরোধের জের ধরে শাহিনকে হত্যা করেন মাঈনুদ্দিন।

পরে শুক্রবার (০৩ নভেম্বর) রাতে উপজেলার কালেঙ্গা জাতীয় উদ্যানের গভীর অরণ্য থেকে মাঈনুদ্দিনকে গ্রেফতার করা হয়।

শনিবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।