এছাড়া সম্মেলনস্থল ও সম্মেলনে যোগ দিতে আসা অতিথিরা যেসব হোটেলে অবস্থান করবেন সেখানেও সমন্বিতভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
শনিবার (০৪ নভেম্বর) বিকেলে সিপিসি সম্মেলনস্থল পরিদর্শন শেষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি নিরাপত্তার বিষয়টি জানান।
আইজিপি বলেন, সিপিসি সম্মেলনকে ঘিরে আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সম্মেলনস্থলে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
সম্মেলনে আগত বিদেশি অতিথিদের জন্য বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থল ও যেসব হোটেলে তারা অবস্থান করবেন সকল জায়গায় সমন্বিতভাবেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুরো ঢাকা শহর নিরাপত্তা বেস্টনির মধ্যে থাকবে উল্লেখ করে তিনি বলেন, এজন্য সংসদ স্পিকারের সঙ্গে আলোচনা করে গোয়েন্দা সংস্থার সমন্বয়ে সকল ধরনের ব্যবস্থা নিয়েছে ডিএমপি।
সব কিছু মনিটরিংয়ের জন্য ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অতীতেও আরো আন্তর্জাতিক মানের সম্মেলনে নিরাপত্তা নিয়ে সকলেই প্রশসংসা করেছেন জানিয়ে তিনি বলেন, আশা করি এই সম্মেলনও সুন্দরভাবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই শেষ হবে।
সিপিসি সম্মেলনকে ঘিরে কোনো ধরনের থ্রেট রয়েছে কিনা জানতে চাইলে আইজিপি বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের থ্রেট নেই। সব কিছু মাথায় রেখেই নিরাপত্তা জোরদার আছে। কোনো অতিথি যদি কোথাও ঘুরতে যান তাতেও কোনো সমস্যা হবে না কারন সারা ঢাকা শহর জুড়েই নিরাপত্তা থাকবে।
রোববার (০৫ নভেম্বর) থেকে ৬৩তম ‘কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি)-২০১৭’ শুরু হবে। ওইদিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
পিএম/বিএস